সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

বৈশিষ্ট্য

কথাসাহিত্যিক নলিনী বেরার সাক্ষাৎকার, নিয়েছেন অন্তরা চৌধুরী

  প্রত্যেকটা উপন্যাসই আত্মজৈবনিক :   নলিনী বেরা                    ( নলিনী বেরার সাক্ষাৎকার, নিয়েছেন অন্তরা চৌধুরী) বাংলা কথাসাহিত্যে নলিনী বেরা এক স্বতন্ত্র নাম। এখানে চার দশকেরও বেশি তাঁর পদচারণা।   ‘ সত্তরের দশক থেকে বাংলা কথাসাহিত্যে যে নবযাত্রা তার অন্যতম যাত্রী   নলিনী বেরা।   ‘ সত্তরের দশকের একটি বিশেষ রাজনৈতিক স্লোগান ছিল গ্রাম দিয়ে     শহর ঘিরে ফেলা। তা রাজনীতিতে কতখানি সফল হয়েছিল কে জানে ,   কিন্তু বাংলা     কথাসাহিত্যে গ্রামজীবন বিস্তৃত জায়গা দখল করে। যেমন নলিনীর লেখায় উঠে আসে পশ্চিমবঙ্গ-ওড়িশা সীমান্তবর্তী সুবর্ণরেখা     নদীতীরের জনপদ...নানান পরিবর্তনের পরেও নলিনীর লেখা এখনও স্বজন-স্বভূমিচ্যুত হয়নি ,   এও কম কথা নয়।’ সেই সত্তরের অচেনা যাত্রীকে নিয়ে প্রাবন্ধিক ও গবেষক অন্তরা চৌধুরী ২৫ মার্চ ২০১৪-এর সন্ধ্যায় কফিহাউজে বিশেষ আলাপচারিতায় বসেছিলেন। আলোচনাটি বহুমাত্রিক না-হলেও এর মধ্য দিয়ে কথাসাহিত্যিকের বেশ কিছু দিক উন্মোচিত হয় ,   বিশেষ করে তাঁর সাহিত্যে     ‘ লোক উপাদান ’   বিষয়টি।   এই সাক্ষাৎকারটি আমাদেরই সাবেক অনলাইন পত্রিকা ‘অচেনা যাত্রী’তে ২৩ অক্টোবর ২০১৪-তে প্রকাশিত হয়।

সাম্প্রতিক পোস্টগুলি